চট্টগ্রামে বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্নভোজ।

 

চট্টগ্রামে সুবিধা বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ৪ আগস্ট শুক্রবার নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এই ভোজ অনুষ্ঠিত হয়। এতে এতিম শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সুবিধা বঞ্চিতদের সাথে অন্যান্য পেশার মানুষও অংশ নেয়। বঞ্চিতদের মেহমানের মর্যাদা দিতে একই খাবার একই টেবিলে সকলকে পরিবেশন করা হয় এই আয়োজনে।
ভোজ শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু। সংগঠনের চেয়ারম্যান এইচ এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার আমানুল আলম, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাশার গ্রুপের নির্বাহী পরিচালক আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী, রোটারিয়ান এস এম আজিজ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল, মো. মুজিবুল হক, ইঞ্জিনিয়ার এএসএম শাহীন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ। এসএম ওয়াজিউল্লা চৌধুরী। ন্যাশনাল এনভারমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ ফারুক। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শামসুল আলম রানা। সাধারণ সম্পাদক গোলাম আহমদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার। সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহিন। বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম। হালিশহর থানা কমিটির সভাপতি শাহীন আক্তার। চাঁদপুর জেলা কমিটির সভাপতি। আমজাদ হোসেন খান।প্রমুখ।
প্রতি বছর ঈদুল আজহার পর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সমাজের বঞ্চিত নারী পুরুষ ও শিশুদের নিয়ে চট্টগ্রামে খাবার আয়োজন করে আসছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জেলাতেও এই আয়োজন করা হয়। এই আয়োজনকে আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে আয়োজক সংগঠনের।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে সমন্বয় ও স্বীকৃতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হলো “সমন্বয় ও স্বীকৃতি সভা–২০২৫”। চট্টগ্রামের আগ্রাবাদের অভিজাত ভেন্যু ৩৬৫ হোটেল

Read More »

অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল “অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন”

চট্টগ্রাম, ২৬ জুন ২০২৫: সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে “অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন”-এর উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী নৈশভোজ ও খতমে

Read More »

চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় মানবিক এক পদক্ষেপ

চট্টগ্রাম, ২৫ মে ২০২৫ ( রবিবার) পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

Read More »
চেয়ারম্যান