অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে সমন্বয় ও স্বীকৃতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হলো “সমন্বয় ও স্বীকৃতি সভা–২০২৫”। চট্টগ্রামের আগ্রাবাদের অভিজাত ভেন্যু ৩৬৫ হোটেল ল্যান্ডমার্কে আয়োজিত এই মহতী অনুষ্ঠানটি রূপ নেয় এক মানবিক মিলনমেলায়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। তেলাওয়াত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিডিএম অপা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবু বক্কর। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিল্পী সোমা মুৎসুদ্দি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন—

“সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সেবামূলক কাজে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। আমাদের ছোট্ট একটি উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  শাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম। তিনি বলেন—

“মিডিয়ার ভূমিকা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। সংবাদ, প্রচার ও সচেতনতার মাধ্যমে সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো যায়। এ ধরনের মানবিক উদ্যোগ আমাদের যৌথ প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লায়ন জাফর উল্লাহ | এ সময় তিনি বলেন,

আপনারা আমাকে যে কোন মানবিক কাজে স্বরন করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব,

সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল। তিনি বলেন—

“সচেতনতা ছাড়া সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। লেখনী ও কলমের শক্তি দিয়ে আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে পারি। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি উদ্যোগ যদি তাদের জন্য ব্যবহার করি, তবেই প্রকৃত কল্যাণ সাধন সম্ভব।”

প্রধান সমন্নয়ক হিসাবে বক্তব্য রাখেন রোটারিয়ান আলহাজ্ব এস. এম. আজিজ এ সময় তিনি বলেন, আজকে আমরা যারা ধনাঢ্য আছি আমাদের সকলের উচিত নিজের সাধ্য অনুযায়ী যত টুকু সম্ভব সুবিদা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো,

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব সমাজসেবক জনাব এইচ এম ওসমান গনি চৌধুরী। তিনি বলেন—

“সমাজের প্রতিটি মানুষ আমাদের পরিবারের অংশ। তাঁদের কল্যাণে কাজ করাই আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। একসাথে কাজ করলে আমরা অসহায় মানুষদের জন্য আশার আলো জ্বালাতে পারব, আর এটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

জনাব মঞ্জুর আহমদ (ফাউন্ডার, জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাব)

লায়ন মোহাম্মদ ফারুক আহমদ (সভাপতি, ন্যাশনাল এনভারমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা)

মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট (সাধারণ সম্পাদক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা)

এস. এম. মইনুদ্দিন (ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার)

আব্দুল হান্নান হিরা (বিশেষ প্রতিনিধি, দৈনিক স্বদেশ বিচিত্রা)

জনাব আব্দুল্লাহ মামুন (প্রতিষ্ঠাতা পরিচালক, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজ)

মাওলানা মো. মাহবুবুর রহমান (ডিরেক্টর, ডিএমএড এসআর)

আলহাজ্ব মো. মাইন উদ্দিন (সাধারণ সম্পাদক, বাঙ্গড্ডা ওয়ালিউল্লাহ হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা, কুমিল্লা)

জনাবা ফারহানা আফরোজ (যুগ্ম মহাসচিব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন)

জনাবা আরিফা ইসলাম এ্যানি (পরিচালক, সাওদা যুব উন্নয়ন সংগঠন)

মো. শাহাজাহান (সভাপতি, বঞ্চিত শিশু অধিকার ফোরাম)

জনাব মো. রুহুল আমিন সালমান (প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, আশার আলো মানবিক ফাউন্ডেশন)

মমিনুল হক খোকন (সাধারণ সম্পাদক, চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ)

নূর হোসাইন সেলিম (পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্স আয়োজক)

মাহমুদ হায়দার জীবন (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দূরবীন মিডিয়া ফাউন্ডেশন)

মোহাম্মদ মোজাফফর হোসেন (আজীবন সদস্য, সৎসঙ্গ–৯৩ এসসি সারা বাংলাদেশ)

মোহাম্মদ আলাউদ্দিন (ম্যানেজিং ডিরেক্টর, হ্যাভেন ট্রেডিং; সিইও হ্যাভেন এসেটস লিমিটেড)

মোহাম্মদ মুরাদ হাসান (নাট্য অভিনেতা ও তরুণ সমাজকর্মী)

মোহাম্মদ সাইফুল ইসলাম সিকদার (সাংগঠনিক সম্পাদক, আশার আলো মানবিক ফাউন্ডেশন)

মোহাম্মদ নুর উদ্দিন (সভাপতি, ছনখোলা মাদ্রাসা স্টুডেন্ট ফোরাম, কবিরহাট, নোয়াখালী)

মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ)

হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ মাহতাব উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন, নোয়াখালী)

মো. সোয়াইবুল ইসলাম নিরব (সাধারণ সম্পাদক, আর এম এডুকেশন ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ)

লায়ন মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী (হিউম্যান রাইটস ইনফরমেশন অবজারভেশন সোসাইটি)

এনায়েত হোসেন পলাশ (কলামিস্ট, লেখক, আবৃত্তিকার ও কণ্ঠশিল্পী)

মোহাম্মদ আমজাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, দৈনিক বাংলাদেশের মানচিত্র)

ডা. এনায়েত হোসেন (পরিচালক, অ্যাপোলো ডেন্টাল কেয়ার)

লায়ন ইবনে মিজান রুবেল (সেক্রেটারি, লায়ন ক্লাব অফ চিটাগাং সিটি)

মাওলানা মো. আবু বকর (ধর্ম বিষয়ক সম্পাদক, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি)

অধ্যক্ষ কাজী আব্দুর রহমান (চেয়ারম্যান, লাইফ লাইন স্কুল এন্ড কলেজ, পাহাড়তলী, চট্টগ্রাম)

অধ্যক্ষ এম.এন. হোসাইন (চেয়ারম্যান, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন)

মোহাম্মদ জিয়াউল করিম (পরিচালক, পাওয়াসেল মডেল স্কুল, সাগরিকা রোড, চট্টগ্রাম)

খালেদা বেগম, সিনিয়র শিক্ষক রেইনবো  মডেল কে জি এন্ড হাইস্কুল

কণ্ঠশিল্পী শিমলী দাস 

এই সমন্বয় ও স্বীকৃতি সভা প্রমাণ করেছে—অসহায় মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগই পারে সমাজকে আলোকিত করতে। মানবিকতা, ঐক্য ও সেবার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণার বাতিঘর।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় মানবিক এক পদক্ষেপ

চট্টগ্রাম, ২৫ মে ২০২৫ ( রবিবার) পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

Read More »

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশননের ইফতার মাহফিল

সাম্য প্রতিষ্ঠা করে মাহে রমজান অসহায় নারী, পুরুষ ও শিশুদের সম্মানের সাথে ইফতার করানোর লক্ষ্যে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে খতমে

Read More »

ভাষা দিবসে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প।

Read More »
চেয়ারম্যান