অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল “অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন”

চট্টগ্রাম, ২৬ জুন ২০২৫:

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে “অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন”-এর উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী নৈশভোজ ও খতমে কোরআন। চট্টগ্রামের অভিজাত ভেন্যু “প্রিন্স অফ চিটাগাং”-এ অনুষ্ঠিত এই মহতী আয়োজনটি যেন পরিণত হয় এক মানবিক মিলনমেলায়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রাফি এবং হৃদয়ছোঁয়া নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ শাহারুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাশার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ্ব আবুল বাশার আবু। তিনি বলেন,

“ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। সমাজের প্রতিটি স্তরের মানুষ, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল। তিনি বলেন,

“আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানদের যেন হার মানতে না হয়—এই দায়িত্ব আমাদের সবার। আমরা তাদের সুশিক্ষায় শিক্ষিত করে এমনভাবে গড়ে তুলবো, যেন তারা শুধু নিজেরাই এগিয়ে যেতে না পারে, বরং ভবিষ্যতে আরেকজন অসহায় মানুষের আশ্রয় হতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম ওসমান গণি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মক্কা শাখার সভাপতি জনাব হারুনুর রশিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব মঞ্জুর আহমেদ, হালিশহর থানা কমিটির সভাপতি মোসাম্মৎ শাহিনা আক্তার, বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম, মহানগর কমিটির সভাপতি শামসুল আলম রানা,  চকবাজার থানা কমিটির সভাপতি ডা. জিন্নাতুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান হীরা, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ টিটু, রোকসানা পপি,  সমাজসেবক আলহাজ্ব মাইনুদ্দিন, মোহাম্মদ নুর নবী, মানবাধিকারকর্মী মোহাম্মদ আকরাম, মোহাম্মদ লুৎফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সুস্মিতা সহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মোসাম্মৎ ফারহানা তুলি। তার সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও মননশীল।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিটিএম (অপা:) মসজিদের সম্মানিত মোয়াজ্জিন হাফেজ মাওলানা আবু বকর। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

এই মহতী আয়োজন প্রমাণ করেছে—সত্যিকারের ঈদের আনন্দ কেবল আত্মীয়স্বজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অবহেলিত মানুষের মুখেও হাসি ফোটাতে পারলেই তার পরিপূর্ণতা আসে। এমন মানবিক ও উদার উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর জন্য হতে পারে অনুপ্রেরণার বাতিঘর।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশননের ইফতার মাহফিল

সাম্য প্রতিষ্ঠা করে মাহে রমজান অসহায় নারী, পুরুষ ও শিশুদের সম্মানের সাথে ইফতার করানোর লক্ষ্যে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে খতমে

Read More »

ভাষা দিবসে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প।

Read More »

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

০৬ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার নাগর আদর্শ কিন্ডার গার্টেন স্কুল মাঠে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা শাখার

Read More »
চেয়ারম্যান