চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় মানবিক এক পদক্ষেপ

চট্টগ্রাম, ২৫ মে ২০২৫ ( রবিবার)
পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বশর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—

“আজকের এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমি ফাউন্ডেশনের ঢাকা, দিনাজপুর, পঞ্চগড়, ভোলা, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, কানাইঘাট, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, রংপুর, নেত্রকোনা ও বরিশাল জেলা কমিটিগুলোকে অনুরোধ করব, আপনারাও নিজ নিজ এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন।”

বিশেষ অতিথির বক্তব্যে—

ফাউন্ডেশনের উপদেষ্টা, বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও শাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনাব আমানুল আলম বলেন:

“বৃক্ষরোপণ মানেই শুধু একটি গাছ রোপণ নয়, এটি একটি জীবন রোপণ। একটি গাছ বড় হলে একটি ছায়া তৈরি হয়, তৈরি হয় অক্সিজেন, আর তৈরি হয় এক নতুন জীবনের সম্ভাবনা। এমন একটি মহতী উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

  • ফাউন্ডেশনের হালিশহর থানা সভাপতি মোছাম্মৎ শাহীন আক্তার
  • বন্দর থানা কমিটির সভাপতি মোছাম্মৎ আজমিরা বেগম
  • সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি জনাব নুর হোসেন সেলিম
  • দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার এস এম মঈনুদ্দিন
  • সমাজসেবক আলহাজ্ব মাইনুদ্দিন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ মোহাম্মদ সরোয়ারআফতাব আলম, মোহাম্মদ হাসিব, নূর নাহার বেগম মিতু এ সময় তারা বলেন—

“এই ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখে এবং সাধারণ মানুষকে সচেতন করে তোলে।”

উল্লেখ্য, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবছরই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়  বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সংগঠনটির উদ্দেশ্য কেবল বৃক্ষরোপণ নয়, বরং দীর্ঘমেয়াদে এই গাছগুলোর যত্ন ও সংরক্ষণেরও উদ্যোগ গ্রহণ করে থাকে।

সবুজ হোক দেশ, সুস্থ থাকুক পরিবেশ — এই স্লোগানে গর্জে উঠুক প্রতিটি জেলা, প্রতিটি থানা।

 

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশননের ইফতার মাহফিল

সাম্য প্রতিষ্ঠা করে মাহে রমজান অসহায় নারী, পুরুষ ও শিশুদের সম্মানের সাথে ইফতার করানোর লক্ষ্যে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে খতমে

Read More »

ভাষা দিবসে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প।

Read More »

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

০৬ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার নাগর আদর্শ কিন্ডার গার্টেন স্কুল মাঠে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা শাখার

Read More »
চেয়ারম্যান