প্রতি বছরের ন্যায় এই বছরও অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশের বিভিন্ন জায়গায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রেখেছে।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ১৭ ইং ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ভোলায় নতুন বাজার প্রেসক্লাব সংলগ্ন কুইন আইল্যান্ডের সামনে থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবির। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা শাখার সভাপতি মোঃ নেওয়াজ শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজসেবক জনাব এইচ এম ওসমান গনি চৌধুরী। এ সময় তিনি বলেন। যুবসমাজ যদি এভাবেই মানবিক কার্যক্রমে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বিভিন্ন অনৈতিক কার্যক্রম দূর হবে বলে তিনি মনে করেন। এবং যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভোলা আওয়ামী লীগের সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা মোঃ রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার উপদেষ্টা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এমদাদুল হাওলাদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর উপদেষ্টা নারীনেত্রী নুসরাত জাহান বুশরা। আলোকিত জীবন সংগঠন ও ব্লাড ফাউন্ডেশন সভাপতি শাহাদুল ইসলাম সোহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ওয়াজিউল্লা খোকন। সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। সহ-সভাপতি মোঃ জিহাদ ইসলাম। সহ-সভাপতি আল-আমিন। সাধারণ সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা। যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল খাঁন। সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। অর্থ সম্পাদক তানভীর তারেক। দপ্তর সম্পাদক আব্দুল আজিজ। শিশু বিষয়ক সম্পাদক নাইমা বেগম। মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে হাফছা। যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা মিতু রানী মজুমদার। প্রচার সম্পাদক মোঃ নাঈম হোসেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হাসান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসনাইন আহমেদ। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক তামিম জুবায়ের। কার্যনির্বাহী সদস্য মোঃ এনায়েত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ সাংবাদিকবৃন্দ, প্রমূখ।