২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুলে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোসাম্মৎ রোজিনা খাতুনের সভাপতিত্বে সাবিনা ইয়াসমিন ইতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজ সেবক। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব এইচএম ওসমান গনি চৌধুরী। এ সময় তিনি বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। এবং সমাজের ধনাট্য ব্যক্তিদেরকে এ সকল মানবিক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা কথা সাহিত্যিক লাইলা চৌধুরী।
ফাউন্ডেশনের উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার মমিনুল ইসলাম। বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি ও নাট্যকর্মী ওয়াসিম আহমেদ শান্ত। কবি ও সংগঠক মোস্তফা হীরা। দৈনিক সমাজ সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ডোফুরা। আব্দুল কাদের প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানব দরদী ও সমাজ বান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এই ফাউন্ডেশন যথেষ্ট অবদান রাখবে বলে তারা বিশ্বাস করেন ।