ভোলায় গরমে ক্লান্ত মানুষের মাঝে শরবত বিতরণ
সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে পথচারীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এই গরমে ক্লান্ত পথচারী, দায়িত্বরত ট্রাফিক, ড্রাইভার ও যাত্রীদের মাঝে প্রাণ জুড়ানো শরবত বিতরণ করেছে মানবিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
ভোলা জেলা শহরের বিভিন্ন প্রান্তে শরবত বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বাংলা স্কুল মোড় থেকে শরবত বিতরণ কার্যক্রম শুরু হয়। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী।
পথচারীদের পাশাপাশি প্রচন্ড রোদে রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদেরও শরবত দেয়া হয়। ট্রাফিক পুলিশের সদস্যরা মহতি এই কাজের জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই গরমে পিপাসার্ত মানুষের জন্য এক গ্লাস শরবত অনেক বেশি উপকারী হয়েছে।
প্রধান অতিথি এইচ এম ওসমান গনি বক্তব্যে বলেন, দেশে চলমান তীব্র তাপদাহে একটু শীতলতার আশায় মানুষ বেছে নিচ্ছে নানান পন্থা। তবে এসময় এক গ্লাস শরবত বা ঠান্ডা পানি হিটস্ট্রোক, পানি শূণ্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা কাটাতে ভূমিকা রাখে। তাই অস্বস্তিকর গরমে শীতল পরশে প্রাণ জুড়াতে শরবত বিতরণ কার্যক্রম পালন করছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এধরণের কাজে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শরবত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফের সভাপতিত্বে মৌসুমী সুলতানা প্রেমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভোলা জেলা শাখার উপদেষ্টা মহসিন খাঁন ও পাপিয়া চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিউল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আজিজ, অর্থ বিষয়ক সম্পাদক তানভির তারেক, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে হাফছা, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, শিশু বিষয়ক সম্পাদিকা মিতু রাণী মজুমদার, পিথু প্রমূখ।