চট্টগ্রাম নগরীতে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন এলাকায় নানান প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

    

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার শাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আমানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ, অপরাধ অনুসন্ধানের চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুল হান্নান হীরা, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পি আই বি ৭১ টিভি র চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, সুলতানুল আলম আরমান, মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবছর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *