০৭/০৩/১৮ইং(বিকেলে) চট্রগ্রামের আগ্রাবাদ বড়পোলে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যগে বিনামূল্যে বিউটি পার্লার প্রশিক্ষণের ফিতা কেটে উদ্বোধন করছেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর হাজী এইচ.এম সোহেল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেসন এর চেয়ারম্যান জনাব এইচ এম ওসমান গনী চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল, সিনিয়র সহ- সভাপতি মনজুর আহমেদ, সধারন সম্পাদিকা তাসলিমা নুরজাহান রুবি, সাস্থ বিষয়ক সম্পাদিকা ডাঃ নুরানী সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাশানা আক্তার খাঁনম, ক্রীড়া সম্পাদক মোঃ আলআমিন প্রমুখ।