০৪ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় দিনাজপুর জেলার ভাদুরিয়া উপজেলায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলার ভাদুরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সোহানুর ইসলাম শাকিলের সভাপতিত্বে মোহাম্মদ আব্দুর রহীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজ সেবক অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব এইচ এম ওসমান গনি চৌধুরী। এ সময় তিনি বলেন যুব সমাজ যদি মানবিক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের এই সমাজ থেকে অন্যায় অত্যাচার খুন রাহাজানি কোনো কিছুই থাকবেনা । সকল শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান । তাহলে আগামি পজন্ম কে একটি সুন্দর সামাজ উপহার দিতে পারবো ।
সারাদেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছে । এবং সমাজের বিত্ত বানদেরকে এ সকল মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ০৬নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহসানুল হক কবির শামিম শাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোছাম্মৎ রোজিনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সাগর । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াছিন আরাফাত শাহ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানব দরদী ও সমাজ বান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এই ফাউন্ডেশন যথেষ্ট অবদান রাখবে বলে তারা বিশ্বাস করেন ।