মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের কথাকলি উচ্চ বিদ্যালয়ে সংগঠনের থানা কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ক্যাম্প।
সকালে শুরুতে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব এস এম আজিজ। প্রধান আলেচক ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য মো. ইফতেখারুল আলম চৌধুরী, ডা. এনায়েত হোসেন, ডা. কামরুল হাসান, ডা. আকাশ প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মেল হোসেন আয়োজনের উদ্বোধন করেন।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সীতাকুণ্ড কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন থানা কমিটির আহ্বায়ক নুর হোসেন সেলিম।
চিকিৎসা ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্টসহ মেডিসিন, চক্ষু ও দন্ত চিকিৎসকগণ সেবা প্রদান করেছেন। কথাকলি উচ্চ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীরা সকলে ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করেছে।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের মিডিয়া পার্টনার ছিলো শাপলা টেলিভিশন। ক্যাম্পে লজিস্টিক সাপোর্ট দিয়েছে প্যারাগন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় দুইশ মানুষ স্বাস্থসেবা গ্রহণ করেছে বলে জানা গেছে।